রাজধানীর যাএাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ ।
গ্রেফতারকৃতরা হলেন- ইমন শেখ (২১), স্বপন বেপারী (৩৮), সানাউল্লা খান ওরফে বাবু (২৮) ও লাভলী আক্তার (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ৩০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ ইয়াবা বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ী থানার দক্ষিণ মাতুয়াইল এলাকায় মাইক্রোবাসযোগে ইয়াবা নিয়ে অবস্থান করছে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাএাবাড়ী থানায় মামলা হয়েছে।
Development by: webnewsdesign.com