রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২ | ১:০৪ অপরাহ্ণ

রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ
রাজধানীতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ
apps

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আরিফ হোসেন ও মোছাঃ সাজেদা খাতুন । এসময় তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডেমরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার (০২ ডিসেম্বর ২০২২ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার মেহেন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।

Development by: webnewsdesign.com