রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ | ১০:১৯ পূর্বাহ্ণ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত
apps

রাজধানীর তেজগাঁয়ে রডবোঝাই পিকআপের পেছনে দ্রুতগতির প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন ২ জন। বনানীতে মাইক্রোবাস দুর্ঘটনা আহত আরো চারজন। ফাঁকা সড়কে বেপরোয়াভাবে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

রাতের রাজধানী। ফাঁকা রাস্তা পেয়ে কোন কিছুর তোয়াক্কাই নেই। সাই সাই করে দ্রুত গতিতে চলছে যানবাহন। নিয়ন্ত্রণ হারিয়ে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। যাচ্ছে প্রাণ। আহত হয়ে যেতে হচ্ছে হাসপাতালে।

বৃহস্পতিবার দিবাগত রাত রাত দেড়টার দিকে উত্তরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।

এর আগে রাজধানীর অপরপ্রান্তে রাত ১২টার দিকে তেজগাঁও-রমনা ফ্লাইওভারের মাঝামাঝিতে একটি প্রাইভেট কার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে চলমান রড বোঝাই পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা তিনজনের মধ্যে ড্রাইভারসহ দুজন আহত হন।

পরে প্রাইভেট কার ও রড বোঝাই পিকআপটি উদ্ধার করে নিয়ে যায় হাতিরঝিল থানা কর্তৃপক্ষ। বেপরোয়া গতির কাছে অসহায় যেন ট্রাফিক পুলিশ।

এ ধরণের দুর্ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Development by: webnewsdesign.com