রাজধানীতে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৩

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ৬:১৪ অপরাহ্ণ

রাজধানীতে র‌্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ আটক ৩
apps

বৃহস্পতিবার (১ অক্টোবর) র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকার বাড়ী নং-১০৯, রোড নং-০৪ এর তিন তলা ভবনের ৩য় তলায় হতে শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী ১। মোঃ সাইফুল ইসলাম (৪৮), ও তার সহযোগী ২। মোঃ হানিফ (৩৭), ৩।০ মোঃ মনির হোসেন (২৮), দেরকে একটি ওয়ান শুটার গান, ইয়াবাসহ গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম এলাকার চিহ্নিত একজন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক কারবারী। আসামী মোঃ সাইফুল ইসলাম নিজে ‘‘এসআই এন্টারপ্রাইজ” নামীয় একটি কনস্ট্রাকশন হাউজ খুলে সেই প্রতিষ্ঠানের আড়ালে তার সহযোগীদের নিয়ে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আসামী মোঃ সাইফুল ইসলামের এর ভয়ে ভূক্তভোগীরা কেউ মুখ খোলার সাহস পেতো না।

তাদেরকে আইন আমলে আনার জন্য র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্য মতে জনা যায় যে, আসামী মোঃ সাইফুল ইসলাম ও তার সহযোগীদের নিয়ে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদীয়া হাউজিং এলাকায় মাদক কেনাবেচার জন্য মিলিত হয়েছে। এই প্রেক্ষিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম এর দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরি একনলা পিস্তল উদ্ধার করা হয়। এবং মোঃ সাইফুল ইসলাম আরো জানায় তার দখলে ও হেফাজতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানটি মাদক ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, দীর্ঘদিন যাবত ঢাকা শহর ও আশপাশের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি ও জমি দখল সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এছাড়াও আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ’কে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ আবদুল্লাহ আল মামুন।

Development by: webnewsdesign.com