গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন আটি বাজার এলাকা হতে আনসার-আল ইসলামের শীর্ষ সক্রিয় ২ সদস্যকে উগ্রবাদী বই, লিফলেট ও ৩টি মোবাইলসহ আটক করেন।
আসামী মোঃ সানোয়ার আলম (৩৬) ঢাকা জেলার মিরপুর থানাধীন মধ্য পীরের বাগ এলাকার মৃত আঃ মতিন’র ছেলে, মৃত আঃ রহমান’র ছেলে মোঃ শাহ আলম আব্দুল্লাহ এবং মোঃ নুরুল হক’র ছেলে মোঃ এনামুল হক।
গ্রেফতারকৃত আসামীরা ঢাকা/দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিল। তাছাড়া তাদের সঙ্গে থাকা ইলেক্ট্রনিক গেজেট হতে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।
বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি আবদুল্লাহ আল মামুন।
Development by: webnewsdesign.com