রাজধানীতে র‌্যাবের অভিযানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:২১ অপরাহ্ণ

রাজধানীতে র‌্যাবের অভিযানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আটক
apps

গতকাল বুধবার(১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী লিংক রোড, বিজিবি বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তার উপর হতে আনসার আল ইসলামের ১ জন সক্রিয় সদস্য কে আটক করেন। আসামী আবু সায়েম @ সিফাত (২৬) এর সাথে থাকা ৪টি উগ্রবাদী বই, পরিকল্পনার কাজে ব্যবহৃত ২টি ল্যাপটপ ও ৩টি মোবাইলসহ জব্দ করা হয়।

গত ১০/০৯/২০২০ তারিখে আনসার আল ইসলামের ৪ জন শীর্ষ জঙ্গী র‌্যাব-২ কর্তৃক ধৃত হয়। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের পলাতক সহযোগীদের নাম-ঠিকানা ও তাদের পরিকল্পনা উদঘাটনে সক্ষম হয় আভিযানিক দল। তাদের দেয়া তথ্য মতে পলাতক সকল আসমীদের আইনের আওতায় আনার লক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন শ্যামলী লিংক রোড, বিজিবি বাজারের পশ্চিম দিকে পাকা রাস্তার উপর অভিযান পরিচালানা করে আবু সায়েম @ সিফাত(২৬) কে গ্রেফতার করে।

আবু সায়েম @ সিফাত ও তার সহযোগী পলাতক আসামীরা দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী জিহাদী বই ও প্রচারপত্র নিজেদের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে ধর্মীয় উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবকদের জিহাদে উদ্বুদ্ধ করা ও নাশকতা সৃষ্টি করা। তার ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সাথে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

বিষয়টি দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ আব্দুল্লাহ আল মামুন।

Development by: webnewsdesign.com