রাজধানীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার দুই

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ৯:৩৮ অপরাহ্ণ

রাজধানীতে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেফতার দুই
apps

রাজধানীর যাত্রাবাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো-মো. জাকির মিয়া (২৫) ও মো. শিবলী আহমেদ (২৮)।
মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা দক্ষিণ বিভাগের (ডিবি) লালবাগ টিম তাদের গ্রেফতার করে।

 

 

গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ জানান, মঙ্গলবার রাতে যাত্রাবাড়ির সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ হাজার ইয়াবা ও ইয়াবা ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com