রাজধানীতে বাসে আগুনের ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মো. শাহেদকে আসামি করা হয়েছে। তবে তারা দু’জনই দাবি করেছেন, ঘটনার দিন চট্টগ্রামে ছিলেন তারা।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী জানান, ঘটনার আগে থেকে আমি অসুস্থতাজনিত কারণে বাসায় আছি। শুক্রবার (১৩ নভেম্বর) মামলার কাগজপত্র দেখে জানতে পারি, নির্বাচনের দিন গাড়ি পোড়ানোর মামলায় আমি আসামি। অথচ ওইদিন আমি চট্টগ্রামের বাসা থেকে বাইরেও যাইনি।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ জানান, আমিও ঘটনার দিন চট্টগ্রামে ছিলাম। ঘটনার আগে ও পরে আমি চট্টগ্রামের বাইরে যাইনি। তারপরও ঢাকায় গাড়ি পোড়ানোর মামলায় আমাকে আসামি করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় ৯ থানায় ১৩ মামলায় পাঁচ শতাধিককে আসামি করা হয়।
সূত্র: বাংলনিউজ
Development by: webnewsdesign.com