রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ৮:২৩ অপরাহ্ণ

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার
apps

রাজধানীর হাজারীবাগ থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম মাসুম খালাসী (১৬)।

রোববার রাত আড়াই টার দিকে রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। র‍্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, মাসুম খালাসী রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগে অধ্যয়নরত। সে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যম টাকা নিয়ে ভুয়া প্রশ্নপত্র দিয়ে থাকে।

এরইমধ্যে সে বিভিন্ন পরীক্ষায় একইভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতার মাসুম খালাসীর বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com