রাজধানীতে এক প্রবাসীর কোটি টাকা হাতিয়ে নেওয়ার দায়েরকৃত মামলায় মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া (৫৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-২’র সদস্যরা। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ জানায়, মঙ্গলবার র্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর আদাবর থানার শেখেরটেক পিসিকাল চারহাউজিং এলাকা হতে চট্টগ্রাম আনোয়ারা থানার মামলা নং-৩২/৩২ (৩০/০১/২০২১) পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ শফিকুল ইসলাম ওমানে থাকা অবস্থায় এক প্রবাসীর (বাদী) নিকট হতে বিভিন্ন সময় ধারের কথা বলে ১ কোটি ২ লক্ষ টাকা টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বাদী টাকা চাইতে গেলে সে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেয়। ধৃত আসমীর বিরুদ্ধে ২০১৪ সালে প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার জন্য এক প্রবাসী বাদী হয়ে মামলা রুজু করেছিলো। সে মামলায় মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া আদালতে হাজির না হওয়াতে আদালত তখন তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দিয়ে ছিলো।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া ওমানে থাকা অবস্থায় আরো অনেক প্রবাসীদের নিকট হতে প্রতারণা করে টাকা নিয়ে বিশাল সম্পদের মালিক হয়ে যায়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ কর্তৃক এ প্রতারণার সাথে জরিত সদস্যদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখবে বলে জানান র্যাব-২’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো: আবদুল্লাহ আল মামুন।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৩
Development by: webnewsdesign.com