রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের কাছ থেকে ১৬ হাজার ৪৫২ পিস ইয়াবা, ২০ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
Development by: webnewsdesign.com