চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমিন শরীফ প্রকাশ গুরা মুন্সি (৬০) পশ্চিম পোমরা নবাবী পাড়া এলাকার জেবল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমিন শরীফ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আমিন শরীফের পরিবারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে অভিযোগ করা হয়নি।
Development by: webnewsdesign.com