পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোঃ হৃদয় (৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় উপজেলার সদর ইউনিয়নের আমলিবাড়িয়া গ্রামের আমছার চৌকিদারের ছেলে। দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বসবাসরত নানা মনির খানের বাড়িতে বেড়াতে এসেছিল হৃদয়।
জানা গেছে, সোমবার বিকেলে খেলাধুলা করতে ঘর থেকে বের হয় হৃদয়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায় পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তাকে। পরে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ধারণা করছে, খেলাধুলা করতে গিয়ে সকলের অগোচরে পুকুরে পড়ে যায় হৃদয়।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, ঘটনাটি শুনেছি। খোঁজ নেওয়া হবে।
Development by: webnewsdesign.com