রহস্যময় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম

বুধবার, ২৮ অক্টোবর ২০২০ | ৩:৫৩ অপরাহ্ণ

রহস্যময় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম
apps

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নন্দিত তারকা মোশাররফ করিম। সিনেমার নাম ‘মুখোশ’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করছেন ইফতেখার শুভ। ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন পরীমনি এবং তার বিপরীতে থাকবেন রোশান।

ছবিতে অভিনয়র জন্য গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তিনি বলেন, গতকাল মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে চুক্তি হয়েছে। তিনি এখানে একটি রহস্যময় চরিত্রে অভিনয় করবেন।

জানা যায়, এই ছবিতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের ও ফারুখ আহমেদ। ইরেশ যাকেরকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। তার চরিত্রের নাম শাহ নেওয়াজ, পেশায় একজন প্রভাবশালী প্রযোজক। আর ফারুখ আহমেদকে দেখা যাবে পরিচালকের ভুমিকায়।

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মতা। সিলেট, সাভার ও ঢাকার বিভিন্ন স্থানে হবে দৃশ্যধারণ।

২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ‘মুখোশ’ সিনেমাটি। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনা করছেন ইফতেখার শুভ। এটি তারই লেখা ‘মুখোশ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে।

Development by: webnewsdesign.com