রংপুর হারাগাছে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ

রংপুর হারাগাছে সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা
apps

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে স্কুল-কলেজসহ কোচিং সেন্টারগুলো বন্ধ করেছে সরকার। অথচ রংপুরের কাউনিয়ায় সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণির প্রাইভেট ও কোচিং বাণিজ্য চালু রয়েছে। সরকারি-বেসরকারি কিছু শিক্ষকসহ বেকার শিক্ষিত যুবকরা এসব প্রাইভেট ও কোচিং সেন্টারগুলোতে সকাল, দুপুর ও সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। কোচিং সেন্টারে মানা হচ্ছে না সামাজিক ও শারীরিক দূরত্ব। এতে করে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, হারাগাছ মা-শিশু হাসপাতালের পাশে, সারাই আমবাগান মোড়, বালিকা বিদ্যালয়ের পাশে, সিংগারকুড়া প্রতিবন্ধী স্কুলের পাশে, ঠাকুরদাস বাংলাবাজার স্কুলের পাশে, টেপামধুপুর বাজার এলাকায়, হারাগাছ সাবানটারি এলাকায়, ভায়ারহাট বাজার এলাকায়, মীরবাগ বটতলা মোড়সহ বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ভাড়ায় নেওয়া বাড়িতে নামে-বেনামে চলছে কোচিং সেন্টার। মোবাইল ও বিভিন্ন কৌশলে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সময়সূচি অনুযায়ী চালানো হচ্ছে কোচিং।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে প্রতিটি ব্যাচে ৩৫-৪০ শিক্ষার্থীদের বসিয়ে চলছে কার্যক্রম। উপজেলা নির্বাহী অফিসার ছুটিতে থাকায় (ইউএনও) দায়িত্বে আছেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুজ্জামান বলেন, সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি কেউ প্রাইভেট ও কোচিং সেন্টার খোলা রেখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Development by: webnewsdesign.com