রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। আগের একটি মামলায় ওয়ারেন্টে থাকায় তাকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। সুমন রংপুর নগরীর হাজীপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
জানা গেছে, নুর হাসান সুমন সন্ধ্যায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুপ্তপাড়া এলাকায় এলে তাকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, নুর হাসান সুমনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ওয়ারেন্ট ছিল। এ কারণে ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৭ /৮টি মামলা চলমান রয়েছে।
Development by: webnewsdesign.com