রংপুরে পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

বুধবার, ১৪ জুলাই ২০২১ | ৪:৩৬ অপরাহ্ণ

রংপুরে পল্লীবন্ধু এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন
apps

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় পার্টির নেতাকর্মীরা বুধবার রংপুরে করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মৃত্যু বার্ষিকীর কর্মসূচিতে রংপুরের স্থানীয় ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। তবে করোনা পরিস্থিতিতে আসেনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে বুধবার সকাল ৬ টায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে দলের নেতা এরশাদকে শ্রদ্ধা জানাতে পল্লীনিবাসে আসে সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা।

এ সময় তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণসভা, সমাধিস্থল জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রদ্ধা জানাতে পল্লীনিবাসে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাপার প্রেসিডিয়াম সদস্য ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন সহ জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com