রংপুরে নিয়মবহির্ভূত করে ঔষধ উৎপাদনের অভিযোগে হাজার টাকা জরিমানা

রবিবার, ১১ জুলাই ২০২১ | ১২:০৩ অপরাহ্ণ

রংপুরে নিয়মবহির্ভূত করে ঔষধ উৎপাদনের অভিযোগে হাজার টাকা জরিমানা
apps

নিয়ম বর্হিভূতভাবে ঔষধ উৎপাদনের অভিযোগে রংপুরের এ্যালকাড ল্যাবরেটরীতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ফারুক আহমেদের নেতৃত্বে এ ঔষধ কোম্পানীতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা, ফায়ার সার্ভিসের ছাড়পত্র নবায়ন না থাকার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কাগজপত্র হালনাগাদ করা না পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম।

Development by: webnewsdesign.com