রংপুরের পীরগঞ্জে মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে নয়টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লা আবর্জনা ভরা শুষ্ক ড্রেন থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিছন্ন কর্মি।
স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ প্রতিবেদককে জানান, মঙ্গলবার ৪ ফেব্রারুয়ারী রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ভ্যানযোগে এক কিশোরী বয়স আনুমানিক (১৭/১৮/) পেটের ব্যথার কথা বলে জরুরী বিভাগে ভর্তি হতে চাইলে হাসপাতাল কতৃপক্ষ রোগীর ওয়ারিশের পরিচয় জানতে চান। এসময় কৌশলে ভ্যান চালক রোগীকে নিয়ে পালিয়ে যায়।
কিছুক্ষণ পরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিছন্ন কর্মি কমপ্লেক্সের ড্রেনে ফুটফুটে এক নবজাতক শিশুর কান্না শুনে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষের কাছে নিয়ে যায়। এবং শিশুটিকে বাঁচানোর চেষ্টা করে। উক্ত কিশোরী (প্রসূতিকে) খুঁজতে থাকে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানার এসআই কনক চন্দ্র তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তদন্তের একপর্যায়ে কিশোরীর বাবার সন্ধান পান, তাকে সাথে নিয়ে আশেপাশে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কিশোরীর বাবাকে নিয়ে তার বাড়িতে জান। সেখানে গিয়ে উক্ত কিশোরী (প্রসূতিকে) দেখতে পান তাদের বাড়িতেই অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই কনক জানান, কিশোরীকে তার বাড়ি থেকে নিয়ে এসে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে কিশোরী ও নবজাতকের চিকিৎসা চলছে। এই অবস্থায় তাকে কোনরকম জিজ্ঞাসাবাদ করা হয়নি। যার কারনে গর্ভপাতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অবৈধ গর্ভপাত হতে পারে।
মেয়েটি সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। (প্রসূতি) কিশোরী ও নবজাতক শিশুটি বর্তমানে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে, উক্ত কিশোরী পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আব্দুর রশিদ এর কন্যা।
Development by: webnewsdesign.com