যে সমীকরণ বিপিএলের প্লে-অফ নিশ্চিতে ৪ দলের সামনে

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ | ১১:৩৪ পূর্বাহ্ণ

যে সমীকরণ বিপিএলের প্লে-অফ নিশ্চিতে ৪ দলের সামনে
apps

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসরের প্লে-অফ নিশ্চিতের লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে, এবং সিলেট স্ট্রাইকার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বর্তমানে আরও চারটি দল প্লে-অফের জন্য লড়াইয়ে রয়েছে, তবে ঢাকা ক্যাপিটালসের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল—রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল—সমান ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। নেট রানরেটে এগিয়ে থাকার কারণে রংপুর শীর্ষে রয়েছে। সিলেট স্ট্রাইকার্স ১১ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে সবচেয়ে আগে বিদায় নিয়েছে, এবং ঢাকা ক্যাপিটালসের জন্য প্লে-অফে ওঠা খুবই কঠিন। তারা ১০ ম্যাচে ৩ জয় পেয়েছে, আর তাদের পক্ষে দুটি ম্যাচ জিতলেও অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

এছাড়া, প্লে-অফের লড়াইয়ে রয়েছে তিনটি দল—রাজশাহী, চিটাগাং কিংস, এবং খুলনা টাইগার্স। রাজশাহী ১২ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে এবং তাদের সামনে প্লে-অফে ওঠার ভাল সুযোগ রয়েছে। তবে, তাদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এখন তারা অপেক্ষা করছে অন্য দলের ফলাফলের দিকে।

চিটাগাং কিংস ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে এবং তাদের সামনে ৩টি ম্যাচ রয়েছে। এই ৩ ম্যাচের মধ্যে দুটি জয় পেলেই তারা প্লে-অফে উঠে যাবে, তবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ আসবে রংপুর এবং বরিশালের বিপক্ষে।

অন্যদিকে, খুলনা টাইগার্স ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে। তাদের প্লে-অফে যেতে হলে বাকি দুটি ম্যাচে জয় পেতে হবে এবং বিশেষত রংপুরের বিপক্ষে জয় পাওয়া কঠিন হতে পারে। যদি খুলনা একটি ম্যাচও হারায়, তারা প্লে-অফ থেকে ছিটকে যেতে পারে।

এতসব সমীকরণে প্লে-অফ নিশ্চিত করতে হলে এই দলগুলোকে শেষ পর্যন্ত সঠিক ফলাফল করতে হবে।

Development by: webnewsdesign.com