যে ছবি ইতিহাস গড়ল মেসির

বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ | ১২:৫৯ অপরাহ্ণ

যে ছবি ইতিহাস গড়ল মেসির
apps

ক্যারিয়ারে সবকিছুই জেতা লিওনেল মেসির এক মাত্র আক্ষেপ ছিল—বিশ্বকাপ। অধরা এই স্বপ্নটিও এবার ধরে ফেলেছেন মেসি। এখন তো মেসিরই সময়। পুরো ফুটবল দুনিয়াই মেসি-বন্দনায় মত্ত। সামাজিক যোগাযোগের মাধ্যমও তার বাইরে নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে মেসি যখন যে ছবি পোস্ট দিচ্ছেন, সঙ্গে সঙ্গেই তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। দর্শকদের এই মাতামাতিতেই ইনস্টাগ্রামে নতুন ইতিহাস গড়ল মেসির একটা ছবি।

দর্শক আগ্রহের কথা ভেবে মেসি কাতার বিশ্বকাপ নিয়ে নিজের নানা অর্জন-কীর্তি-ভঙ্গির অসংখ্য ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার একটা ছবি গড়েছে ইনস্টাগ্রামে নতুন রেকর্ড। ছবিটিতে দেখা যাচ্ছে, দুই হাতে স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটা মাথার ওপরে তুলে ধরেছেন মেসি, মুখে তৃপ্তির হাসি। ছবিটিতে ‘লাইক’ দিয়েছেন ৫ কোটি ৬৭ লাখ মানুষ! ইনস্টাগ্রামে আপ করা কোনো এক ছবিতে দর্শকদের ‘লাইক’ দেওয়ার এটাই সর্বোচ্চ রেকর্ড। এর আগে ইনস্টাগ্রামে সর্বোচ্চ ‘লাইকে’র রেকর্ডটি ছিল একটা ডিমের ছবির। ডিমের যে ছবিটি পোস্ট করা হয়েছিল ‘ওয়ার্ল্ড রেকর্ড এগ’ আইডি থেকে। ডিমের ঐ ছবিটিতে ‘লাইক’ পড়েছিল ৫ কোটি ৬১ লাখ!

মেসির রেকর্ডটি যেহেতু সব মিলিয়ে, তাই ক্রীড়াবিদদের ছবি বিবেচনাতেও তার এই ছবিই এখন সবার ওপরে। ক্রীড়াবিদদের মধ্যে এর আগের রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে রোনালদোর সেই ছবিতেও মেসি ছিলেন অংশীদার। কাতার বিশ্বকাপের একটা ছবি পোস্ট করেন রোনালদো। তাতে দেখা যায়, ফুটবল মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে দাবা খেলায় মগ্ন তিনি! রোনালদো-মেসির সেই দাবায় ডুবে যাওয়ার ছবিটিতে ‘লাইক’ পড়েছিল ৪ কোটি ২০ লাখ!

Development by: webnewsdesign.com