যুব সমাজ কে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই ; এম পি জয়

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ

যুব সমাজ কে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই ; এম পি জয়
যুব সমাজ কে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই ; এম পি জয়
apps

শহীদ এম মনসুর আলী নক আউট ফুটবল টুর্নামেন্ট -২৩ এর খেলার উদ্বোধন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে কাজিপুর উপজেলার ঐতিহ্য বাহী সোনামুখি মাঠে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সোনামুখি কাজিপুরের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ তানভীর শাকিল জয়।এ সময় তিনি বলেন, “যুব সমাজ কে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে হবে।

“বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ,সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম , কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত।এতে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি পলাশ বাবু রনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চীফ জুডিশিয়াল কার্যালযের সিনিয়র সহকারী জজ মোঃ আবু তালেব,সোনামুখি ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী খান, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সম্পাদক নুরুল ইসলাম মাস্টারসহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ। প্রথম ম্যাচে মুখোমুখি হয় কাজিপুর নাটুয়ারপাড়া ফুটবল একাদশ বনাম শাহজাহানপুর ফুলকোট ফুটবল একাদশ।

Development by: webnewsdesign.com