যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : তানভীর শাকিল জয় এমপি

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | ৪:০৪ অপরাহ্ণ

যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : তানভীর শাকিল জয় এমপি
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : তানভীর শাকিল জয় এমপি
apps

যুব সমাাজকে মাদক মুক্ত রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।

মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি তানভীর শাকিল জয় আরো বলেন, বর্তমান যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদক নির্মূল করতে হবে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শহিদ এম মনসুর আলী এর জম্মদিন উপলক্ষে পৌর এলাকার বিয়াড়া হাইস্কুল মাঠে মোহাম্মদ নাসিম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাছির উদ্দিন তাছু’র সভাপতিত্বে ও বিয়াড়া ফুটবল একাডেমির উদ্যোগে ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

আরও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, কাউন্সিলর টি এম শরিফুল ইসলাম কুড়ান, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উ-ল ইসলাম‌‌‌ শাওন, প্রচার সম্পাদক বকুল হোসেন,গন্যমান্য ব্যক্তি আলহাজ্ব মোজাম্মেল হক, নুরে মোমিন, সাজেদুল করিম ফরিদ মাষ্টার,মাসুদ রানা,আসাদুল প্রমূখ।ফাইনাল খেলায় অংশ নেয় সিয়াম স্পোটিং ক্লাব ও অভ্র স্পোটিং ক্লাব । উক্ত খেলায় সিয়াম স্পোটিং ক্লাব ৩-০ গোলে জয় লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com