যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে মাদক: আবু নাছের

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | ৩:৫৮ অপরাহ্ণ

যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে মাদক: আবু নাছের
apps

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর বটতলায় মঙ্গলবার রাতে মহান বিজয় দিবসের মাসে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। মসন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে ৩ গ্রুপের এ খেলাটি। উক্ত খেলায় ফাইনালে অংশগ্রহণ করেন স্থানীয় সাদামন স্পোর্টিং ক্লাব ও মারুফ টু-স্টার স্পোর্টিং ক্লাব।

সাদামন স্পোর্টিং ক্লাব বনাম মারুফ টু-স্টার স্পোর্টিং ক্লাব এর মধ্যকার খেলায়,সাদামন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেন মারুফ টু-স্টার স্পোর্টিং ক্লাব। খেলে শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনবাগ দলিল লিখক এসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী-আবু নাছের বিএ।

প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের বিএ, বলেন…”আমাদের গ্রামীণ খেলাধুলা গুলো আজ বিলুপ্ত প্রায়। সামাজিক অবক্ষয়ে যুব সমাজ আজ ধ্বংসের শেষ চূড়ায় পৌঁছে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের ছড়াছড়ি। আকাশ সংস্কৃতির আগ্রাসন! ফেইসবুক-ইন্টারনেট কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের প্রজম্মকে। সামাজিক এ অবক্ষয় থেকে উত্তরণের একটাই পথ, যুব ও ছাত্রসমাজ কে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাহেদুল করিম মারুফ এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা- মঞ্জুরুল ইসলাম শামীম, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাজু, মাষ্টার পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ বেলাল হোসেন, সেনবাগ বুলেটিন সম্পাদক-নিজাম খোন্দকার, এছাড়াও উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন, সিনিয়র সহ-সভাপতি-মোঃ ফখর উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হলেন জিহান।

Development by: webnewsdesign.com