বিবিসির প্রতিবেদন

যুদ্ধ করতে ৩ হাজার আমেরিকান স্বেচ্ছাসেবকের সাড়া : দাবি ইউক্রেনের

রবিবার, ০৬ মার্চ ২০২২ | ১১:২৪ পূর্বাহ্ণ

যুদ্ধ করতে ৩ হাজার আমেরিকান স্বেচ্ছাসেবকের সাড়া : দাবি ইউক্রেনের
apps

শনিবার লভিভ ফিল্ম সেন্টারে বেসামরিক লোকেরা একে-৪৭ রাইফেল ব্যবহার করতে শিখছিল আনুমানিক ৩ হাজার আমেরিকান রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের একজন প্রতিনিধি ভয়েস অব আমেরিকা নিউজ সার্ভিসকে এ কথা বলেছেন।

যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি ‘আন্তর্জাতিক সৈন্যদল’ গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধে সহায়তায় স্বেচ্ছাসেবক হয়েছেন ১৬ হাজার বিদেশি।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মাটিতে যুদ্ধের জন্য সৈন্য পাঠাচ্ছে না। কিন্তু লড়াইয়ে সাহায্য করার জন্য দেশটিতে অস্ত্র সরবরাহ করছে।
তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র : বিবিসি

Development by: webnewsdesign.com