নিজের বাগানে কাজ করছিলেন মধ্য ভিয়েতনামের এক বাসিন্দা। হঠাৎ তিনি কঠিন কোনো বস্তুর খোঁজ পান। ভেবেছিলেন বালু অথবা মাটি হবে। তবে পরে দেখলেন না এটা আসলে একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র।
বিস্ফোরক দ্রব্যটি এখনো তাজা নাকি বিকল সে নিয়ে সন্দিহান ছিলেন ওই ব্যক্তি। পরে সতর্কতার সাথে বোমাটি তিনি বাগানের পাশে নিয়ে যান। হো সাই বে নামের ওই বাসিন্দা জানিয়েছেন, ‘আমি এই ক্ষেত্রে কাজ শুরু করার পর থেকেই নানা ধরনের বিস্ফোরক খুঁজে পেয়েছি। সেই ১৯৭৫ সালে আমার বয়স ছিল ২০ বছর।’
যুদ্ধের সময় ভিয়েতনামে ২০ বছরে ১০ লাখের বেশি বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে বোমার সবগুলো ফোটেনি তখন। এখনো ওইসব বোমার অকস্মাৎ বিস্ফোরণে অনেক ভিয়েতনামি প্রাণ হারান। ১৯৭৩ সালে মার্কিন সেনারা ভিয়েতনাম ত্যাগ করে। সেই হিসেবে পেরিয়ে গেছে ৫০ বছর। এখনো দেশটির আনাচেকানাচে রয়ে গেছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরবর্তী বিস্ফোরণে এ পর্যন্ত ভিয়েতনামের কুয়াং ত্রি প্রদেশে সাড়ে তিন হাজার মানুষের প্রাণ গেছে। ২০২২ সালেও তৎকালীন একটি বোমার বিস্ফোরণে এক কৃষকের হাত উড়ে যায়।
Development by: webnewsdesign.com