যুগান্তর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২ | ৪:৪১ অপরাহ্ণ

যুগান্তর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত
apps

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা যুগান্তর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজ হোসেনের সভাপতিত্বে ও সপ্তাহিক আলোকিত সীমান্ত সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেনউপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,হাকিমপুর থানা ইনচার্জ অফিসার খাইরুল বাশার শামীম,হাকিমপুর প্রেসক্লাবে সভাপতি গোলাম মোস্তফাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির,দৈনিক কালের কণ্ঠের দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলনসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন,পত্রিকাটি দীর্ঘ দুই দশকের উপরে বস্তনিষ্ঠ সাংবাদিকাতার মাধ্যমে সারা দেশে সুনাম অর্জন করেছে। এ বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে আরও অনেকদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

Development by: webnewsdesign.com