যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরলে ইসরাইল কূটনতিক প্রক্রিয়ার ধার ধারবে না বরং মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পড়বে বলে হুমকি দিয়েছেন দেশটির গোয়েন্দা মন্ত্রী এলি কোহেল। শুক্রবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম পার্সটুডে।
বার্তা সংস্থা রয়টার্সে দেয়া সাক্ষাতকারে এলি কোহেন বলেন, যে কেউ স্বল্প মেয়াদি লাভের কথা চিন্তা করবে। তবে তাদেরকে দীর্ঘ মেয়াদের কথাও মনে রাখতে হবে।
তিনি আরও বলেন, ‘ইসরাইল কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরির সুযোগ দেবে না। কোথাও ইরানকে ছাড় দেয়া হবে না। আমাদের যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের সব জায়গায় পৌঁছাতে এবং অবশ্যই তা ইরানেও পৌঁছাতে পারে।’
এদিকে ইসরাইল হুমকি দিয়েছে যে, আমেরিকা যদি পরমাণু সমঝোতায় ফিরে আসে তাহলে তেল আবিব ইরানে হামলা চালাবে। এদিকে ইরান সবসময় বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি একেবারেই শান্তিপূর্ণ।
Development by: webnewsdesign.com