যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী জিমাম চৌধুরী নামে এক সিলেটী তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিমামের দেশের বাড়ি সিলেটের পশ্চিম পীর মহল্লায়। তার বাবা নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল ও মা লুবানা চৌধুরী। বর্তমানে তারা সবাই সিলেটে রয়েছেন।
নিহতের বন্ধুরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে জানান তারা। পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে।
নিহতের আত্মীয় রহমান মাহবুব জানান, খবর পেয়ে জুয়েলের বাসায় আসলাম এখন। এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কোনো কারণ জানা যাচ্ছে না। তিনি আরও জানান, জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল। কয়েক দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন তিনি।
এদিকে জিমামের মৃত্যুতে নিউইয়র্কে অবস্থানরত ও দেশে তার পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সব স্থানীয় আনুষ্ঠানিকতার পর নিউইয়র্কে জানাজা শেষে জিমামের মরদেহ দেশে পাঠানোর কথা পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Development by: webnewsdesign.com