যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | ৩:০২ অপরাহ্ণ

যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের প্রশংসায় প্রিন্স উইলিয়াম
apps

যুক্তরাজ্যে ইয়র্কশায়ারে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের ভূয়সী প্রশংসা করেছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। মৃত্যুর ঝুঁকি নিয়ে ব্রিটিশ সেনাদের সহায়তা করায় এসব আফগান নাগরিককে তাদের সাহসিকতার জন্য ধন্যবাদ জানান প্রিন্স। খবর আরব নিউজের।

ইয়র্কশায়ারে একটি হোটেলে আশ্রয় নেওয়া কাবুল থেকে আসা এসব শরণার্থী পরিবারকে দেখতে যান প্রিন্স উইলিয়াম। হোটেলটিতে বর্তমানে ১৭৫ জন আফগান শরণার্থী বসবাস করছেন। খুব শিগগির তাদের স্থায়ী নিবাসে স্থানান্তর করবে ব্রিটিশ সরকার।

প্রিন্স উইলিয়াম তাদের অভয় দিয়ে বলেন, আপনারা এখানে পুরোপুরি নিরাপদে আছেন। আপনাদের স্থায়ী আবাসনের ব্যবস্থা হচ্ছে। চাকরিরও জোগাড় হচ্ছে। এ সময় হোসেন শহিদ সামানগান তার পরিবার নিয়ে কাবুল থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসার কাহিনি পিন্স উইলিয়ামকে বলেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল থেকে ৭ হাজার শরণার্থীকে উদ্ধার করে যুক্তরাজ্যে আশ্রয় দিয়েছে ব্রিটিশ সরকার। তাদের অবস্থা জানতেই সম্প্রতি হোটেলে গিয়ে দেখা করেন ব্রিটিশ প্রিন্স উইলিয়াম।

Development by: webnewsdesign.com