যা বললেন মিরাজ ক্যারিবিয়ানদের কাছে এমন হারের পর

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | ৪:২৭ অপরাহ্ণ

যা বললেন মিরাজ ক্যারিবিয়ানদের কাছে এমন হারের পর
apps

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ লড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পেল না মেহেদী মিরাজের দল। হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এক ম্যাচ থাকতে হারল সিরিজ। ওয়ার্নার পার্কের এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের পর এই প্রথম ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবীয়রা।

দুই বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে টানা দুই ওয়ানডে হেরে এবারে সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় ১০০ রান পেরুবার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা।

ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে ৩০০ রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশ অধিনায়কের, ‘৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

Development by: webnewsdesign.com