যশোর সদরে আড়াই লাখ ভোট ব্যবধানে আওয়ামী লীগের জয়

বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ১১:০৪ পূর্বাহ্ণ

যশোর সদরে আড়াই লাখ ভোট ব্যবধানে আওয়ামী লীগের জয়
apps

যশোর সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা প্রায় আড়াই লাখ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে জয়লাভ করেছেন। মঙ্গলবার রাতে

সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ুন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে ৫ লাখ ৬০ হাজার ৫২৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ২ লাখ ৮৮ হাজার ৪১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণের হার ৫১ দশমিক ৭৭ শতাংশ। বাতিল হয়েছে ১ হাজার ৭৮১ ভোট।

নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা ভোট পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৫৮টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ধানের শীষের নূর-উন-নবী পেয়েছেন ১২ হাজার ১৫৪ ভোট।

Development by: webnewsdesign.com