যশোরের বেনাপোল ভবেরবেড় গ্রাম থেকে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদকব্যাবসায়ীরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মৃত নুর বক্সের ছেলে মতিয়ার রহমান নেদা (৫৫), একইথানাধীন পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সাব্দার আলী সাত্তারের স্ত্রী রহিলা বেগম (৫০) ও যশোরের মনিরামপুর থানাধীন হাকোয়া গ্রামের এশার আলীর মেয়ে রুমি আক্তার হামি (২১)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি চালান নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের ফল রাজুর বাড়ির সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন সংবাদে এসআই মাসুম বিল্লাহ, এসআই মোস্তাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান পরিচালনাকালে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এদের জনকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১ই ডিসেম্বর)যশোর আদালতে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com