যশোর সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়াম্যান প্রার্থী নৌকা প্রতীকের নুরজাহান ইসলাম নীরা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ায় নির্বাচনী প্রচারণাকালে রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন। নুরজাহান ইসলাম নীরাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, নুরজাহান ইসলাম নীরা অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখান থেকে তাকে পাঠানো হয় করোনারি কেয়ার ইউনিটে।
কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জয়ন্ত কুমার পোদ্দারের নেতৃত্বে তাকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ইসিজি রিপোর্ট অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
উন্নত চিকিৎসার নুরজাহান ইসলাম নীরাকে খুলনার ফোর্টিস হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, নুরজাহান ইসলাম নীরার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
Development by: webnewsdesign.com