যশোরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে দুর্বৃত্ত আকাশ (১ঁ৭) ও রাজিবুল (১৪) গণপিটুনির শিকার হয়েছে। শুক্রবার গভীররাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।
ইজিবাইল চালক খোকনকে (৬০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন। আর দুই দুর্বৃত্ত যশোর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, ঘটনার রাতে দুই যুবক ধানঘাটা এলাকায় চালক খোকনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খোকনের বাড়ি শহরতরীর ঝুমঝুমপুর এলাকায়।
ছিনতাইয়ের সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশের কাছে সোপর্দ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে স্থানীয়রা খোকনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন।
Development by: webnewsdesign.com