যশোরে করোনায় আক্রান্ত ৪৪শ’ ছাড়ালো: একদিনে শনাক্ত ৩০

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ১০:১৭ অপরাহ্ণ

যশোরে করোনায় আক্রান্ত ৪৪শ’ ছাড়ালো: একদিনে শনাক্ত ৩০
apps

যশোরে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪শ’ ছাড়িয়েছে। সোমবার (৩০ নভেম্বর) নতুন করে আরও ৩০ শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪২৬ জন।

সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে ১০২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাতে ৩০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলার ২৩ জন, শার্শা উপজেলার ৩ জন, চৌগাছা উপজেলায় ১ জন, বাঘারপাড়া উপজেলায় ১ জন ও অভয়নগর উপজেলায় ২ জন রয়েছেন।

যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, জেনোম সেন্টারে যশোরের ৩০ জনের ছাড়াও মাগুরা জেলার ১০ নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজেটিভ ও ৭৮ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এই পর্যন্ত ৪৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৪০৮৯ জন। মোট ৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনার হাসপাতালে ৫ ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জন মারা যান। বাকিরা যশোরে মারা যান।

Development by: webnewsdesign.com