যশোরে আরও ৩ হাজার ৭শ’ ৯ জন জনকে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন। শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত জেলার ৩৬ টি কেন্দ্রে থেকে তাদের টিকা প্রয়োগ করা হয়।এই নিয়ে গত ৬ দিনে যশোরে মোট ১২ হাজার ৬শ’ ৩৫ জন টিকা নিয়েছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, শনিবার টিকা গ্রহণ কারীদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ টি কেন্দ্র থেকে ১৮৬৯ জন, যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৪টি কেন্দ্র থেকে ৭০ জন, বিমান বাহিনীর মেডিকেল স্কোডেনের ২ টি কেন্দ্র থেকে ৩৬ জন, পুলিশ হাসপাতালে ১ টি কেন্দ্র থেকে ১০০ জন, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্রে থেকে ৩৮৯ জন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৫৬ জন, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি থেকে ১৩৯ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২৫৮ জন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ২০৪ জন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৭০ জন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ টি কেন্দ্র থেকে ৩১৮ জন রয়েছেন।
Development by: webnewsdesign.com