যশোরের বাঘারপাড়ায় খাজাবাবা ক্লিনিক বন্ধ ঘোষণার পরও চলছে, নবজাতকের মৃত্যুতে হট্টগোল

মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | ১:৩৩ অপরাহ্ণ

যশোরের বাঘারপাড়ায় খাজাবাবা ক্লিনিক বন্ধ ঘোষণার পরও চলছে, নবজাতকের মৃত্যুতে হট্টগোল
apps

নানা অনিয়ম ও ত্রুটির কারণে যশোরের বাঘারপাড়া উপজেলার খাজাবাবা ক্লিনিক বন্ধ ঘোষণার পরও কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ জানুয়ারি) সেখানে চিকিৎসাধীন এক নবজাতকের মৃত্যুতে হট্টগোল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ক্ষুব্ধ স্বজনদের দাবি চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছেন, ঠান্ডাজনিত সমস্যায় ওই নবজাতক মারা গেছে।

বাঘারপাড়া উপজেলার উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ওয়াদুদ বিশ্বাস জানিয়েছেন, রবিবার সকালে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী মাসুরা বেগমকে খাজাবাবা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় ডা. সন্দিপ কুমার পাল রোগীর সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান বের করেন। সকালে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হয়। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলেও গুরুত্ব দেননি। দ্বিতীয়বার বলার পর আমাদের জানানো হয় চিন্তার কারণ নেই বিশেষজ্ঞ চিকিৎসক আসবে। এভাবে বিনা চিকিৎসায় নবজাতক কন্যার মৃত্যু হয়। এরপর আমার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করে।

খাজাবাবা ক্লিনিকের মালিক নূর হাসান লাল্টু জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক মনিরুজ্জামান ওই নবজাতকের চিকিৎসাসেবা প্রদান করেছে। ঠান্ডাজনিত সমস্যায় সে মারা গেছে। চিকিৎসার কোন অবহেলা ছিলোনা। তিনি আরো জানান, ধান্দাবাজি করার জন্য নবজাতকের স্বজনরা হট্টগোল করার চেষ্টা করে। এক পশ্নের উত্তরে নূর হাসান লাল্টু জানান, আমার প্রতিষ্ঠান সিভিল সার্জন বন্ধ ঘোষণা করেননি। লাইসেন্সের জন্য আবেদন করেছি। কয়েকদিন আগে সিভিল সার্জন পরিদর্শনে এসেছিলেন।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানিয়েছেন, নবজাতক মৃত্যুর ঘটনায় মামলা করলে তা গ্রহণ করা হবে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানিয়েছেন,বিগত দিনে নানা অনিয়ম ও ত্রুটির কারণে খাজাবাবা বন্ধ ঘোষণা করা হয়েছিলো। কার্যক্রম চালুর বিষয়টি জানা ছিলোনা। সেখানে নবজাতক মৃত্যুর বিষয়টি শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Development by: webnewsdesign.com