যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ২:২৯ অপরাহ্ণ

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা
apps

বলিউডে অনেক তারকাই সারাগেসির মাধ্যমের সন্তানের জন্ম দিয়েছেন। এ তালিকায় আছেন আমির খান, শাহরুখ খান, শিল্পা শেঠিসহ অনেকে। এবার এ তালিকায় যোগ হলো বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার নাম। আজ বৃহস্পতিবার স্বামী জেনে গুডএনাফের সঙ্গে একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন তিনি।

প্রীতি টুইটারে লিখেছেন, ‘সবাইকে একটি দারুণ খবর জানাতে চাই। আমি এবং জেন অনেক উচ্ছ্বসিত এবং আমাদের হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে কারণ আমরা আমাদের যমজ সন্তানকে স্বাগত জানিয়েছি।’ দুই সন্তানের নাম জয় জিনতা গুডেনাফ ও আরেকজনের নাম জিয়া জিনতা গুডেনাফ রেখেছেন প্রীতি ও জেন দম্পতি।

Development by: webnewsdesign.com