ময়মনসিংহ মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের সফলতা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ | ৬:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহ মডেল থানার ওসি ফিরোজ তালুকদারের সফলতা
apps

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার অপরাধ নির্মূল সহ সকল অপরাধ বিরোধী কাজে সফলতা লাভ করে আসছেন। তিনি সমাজের সমস্যা চিহ্নিতকরণ, শান্তি, শৃংখলা বজায় রাখাসহ মাদকের ভয়বহতা থেকে দেশকে এগিয়ে নিতে থানাতে যোগদান করেই বিট পুলিশিংয়ের গুরুত্ব দিয়েছেন।

আলোচিত আপরাধ প্রবনতা, মাদকের কালো গ্রাস থেকে মুক্ত করে দেশেকে উন্নত করতে বিট পুলিশিং ব্যবস্থার বিকল্প কোন কিছু নেই বলে তিনি মনে করেন। আর এরই ধারাবাহিকতায় তিনি গত ৭ জুলাই ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড শম্ভুগঞ্জ শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় প্রথমবারের মত উঠান বৈঠক করেন।

 

উঠান বৈঠকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অপরাধ নির্মূলে আমি ও কোতোয়ালী মডেল থানা পুলিশ পযার্য়ক্রমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড ও ১১টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সফলতা অজন করবে। সমাজে ঘটে যাওয়া ইভটিজিং, বাল্য বিয়ে, জমি সংক্রান্ত বিরোধ, মাদকসহ সকল অপরাধীকে জনগণের সহায়তায় আইনের আওতায় এনে ময়মনসিংহ বাসীকে অনেকটুকু স্বস্তিতে রেখেছেন।

তিনি মডেল থানা ও নগরী তিনটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে ময়মনসিংহবাসীকে অনেক ভাল রেখেছেন। এছাড়া সমাজে ঘটে যাওয়া নির্মূলযোগ্য অপরাধ প্রতিটি বিটে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সহায়তায় প্রকাশ্য আলোচনা করে নিরসন করেছেন। তিনি থানায় যোগদানের পর থেকে ইভটিজিং, বাল্য বিবাহ, জমিসংক্রান্ত বিরোধ, মাদক ব্যবসা, নানা অপরাধ সহ অনেক কিছুই কমে এসেছে বলে ময়মনসিংহ বাসী মনে করেন।

Development by: webnewsdesign.com