ময়মনসিংহ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার (২৯ নভেম্বর) কোতোয়ালী থানাধীন চুরখাই থেকে ৫ গ্রাম হেরোইনসহ মোঃ এরশাদ (৩০) নামের ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামি এরশাদ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পনঘাগড়া এলাকার মৃত আঃ মজিদ’র ছেলে।
এদিকে, একই থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন ভাটিঘাগড়া থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আট্ক করা হয়। আসামিদ্বয় হলেন মধ্য ভারারা এলাকার জব্বার আলী’র ছেলে মোঃ আরব আলী (৪৩) এবং ভাটি ঘাগড়া মধ্যপাড়া এলাকার মোঃ বছির উদ্দিন কাল্ল্যা’র ছেলে মোঃ মোবারক হোসেন (৩৫), উভয়ই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Development by: webnewsdesign.com