ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২

রবিবার, ১৮ অক্টোবর ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার ২
apps

ময়মনসিংহ জেলা গোয়েন্দা অফিসার ইনচার্জ (ডিবি) ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশের কর্মকর্তাগণ।

এরই ধারাবাহিতায় গৌরিপুর এলাকায় এসআই (নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের গৌরিপুরের কলতাপাড়ায় শনিবার (১৭ অক্টোবর) রাত ৮.৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুদ (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। জানা গেছে, গৌরীপুর এলাকায় গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী, মোঃ মাসুদ (২১) এর পিতার নামঃ- আহম্মদ আলী, মাতার নামঃ জহুরা খাতুন, মাসুদের গ্রামের বাড়ি তারাকান্দি, উপজেলা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহ।

একই দিনে অন্য আরেকটি অভিযানে, এসআই (নিঃ) মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতুয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে, গতকাল (১৭ অক্টোবর) রাত ১১.১০ মিনিটে কোতুয়ালী থানাধীন চরপাড়া মোড় থেকে ০৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ রনি মিয়া (২৫) কে গ্রেফতার করে।

জানা গেছে, কোতুয়ালী থানা এলাকায় গ্রেফতারকৃত হেরোইন ব্যবসায়ী রনি মিয়া (২৫) এর পিতার নাম, মোঃ কালাম মিয়া, মাতার নাম, মোছাঃ চম্পা বেগম, সাং- ৬৫ পুরোহিতপাড়া, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Development by: webnewsdesign.com