ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) নির্দেশে এস আই (নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫ টায় ত্রিশাল থানাধীন কাঠাল জসিধার থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামীরা হলেন ১। মোঃ নাজিম উদ্দিন (৪৪), পিতা- মৃত হামির উদ্দিন, সাং- চর নিলক্ষীয়া, থানা- কোতোয়ালী, ২। মোঃ আরাফাত হোসেন জনি (২০), পিতা- মোশারফ হোসেন, সাং- ধলাইমান চরপাড়া, থানা- ত্রিশাল, ৩। মোঃ মারফুল সরকার (২৪), পিতা- মৃত বিপ্লব সরকার, সাং- চর নিলক্ষীয়া ভাটিপাড়া, থানা- কোতোয়ালী, সর্ব জেলা ময়মনসিংহ।
Development by: webnewsdesign.com