জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহের কালী বাড়িস্থ দলীয় কাযালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। জেলা আওয়ামীলীগ আয়োজিত দোয়া অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল বক্তব্য রাখেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম.কে কদ্দুস, যুগ্ম আহবায়ক শওকত জাহান মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
সভাপতি এড. জহিরুল হক খোকা তার বক্তব্যে বলেন, এক সময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, আজ এদেশের পরিচয় ভিন্ন। এখন দেশ ধীরে ধীরে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। এটা একমাত্র সম্ভাব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রচেষ্টায়। আজ তার জন্মদিনে দীর্ঘায়ূ কামনা করছি।
Development by: webnewsdesign.com