ময়মনসিংহে শুভ উদ্ভোধন হল সূর্য দীপ কনভেনশন সেন্টার

শনিবার, ২১ নভেম্বর ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

ময়মনসিংহে শুভ উদ্ভোধন হল সূর্য দীপ কনভেনশন সেন্টার
apps

মহামারী করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে ময়মনসিংহ পাট গুদাম র‌্যালী মোড়ের শাজাহান সেন্টারের ৬ নং গেইটের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শুভ উদ্ভোধন হল সূর্য দীপ কনভেনশন সেন্টার।

অত্যন্ত মনোরম পরিবেশে- ৩০০ আসন বিশিষ্ট সর্ববৃহৎ এই কনভেনশন সেন্টারে রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও সকল ধর্মের বিভিন্ন অনুষ্টানের সুব্যবস্থা, এছাড়া রয়েছে খোলামেলা পরিবেশ, বর ও কনে বসার সুব্যবস্থা, অত্যাধনিক লাইটিং, গাড়ী পার্কিং এর সুব্যবস্থা ও স্বার্বক্ষনিক নিরাপত্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে ফিতা কেটে সকলকে নিয়ে কনভেনশন সেন্টারে প্রবেশ করা হয়। উদ্ভোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সূর্য দীপ কনভেনশন সেন্টার এর স্বত্বাধিকারী প্রদীপ রায় চৌধুরী বাচ্চু ও শ্রী উৎপল নাগ ভানু। স্বাগত বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও সকল অতিথিবৃন্দদের রাতের আহার করানো হয়।

Development by: webnewsdesign.com