ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম এরশাদুল আলম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোতালেব হোসেন মতু (ষাটোর্ধ্ব)। তিনি সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর বেলায় মামলার বাদী নেকবর আলী তার ৮ বছর বয়সী ছোট মেয়েকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পুকুরে গোসল করতে যান। এই সুযোগে প্রতিবেশী চাচা মোতালেব হোসেন মতু শিশুটিকে ধর্ষণ করে। পরদিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।
ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মামলার একমাত্র আসামি মোতালেব হোসেন মতুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী।
Development by: webnewsdesign.com