ময়মনসিংহে মানবিক কাজ করে যাচ্ছেন এবং অব্যাহত রেখেছেন ময়মনসিংহের কৃতি সন্তান, নরম মনের মানুষ ও লায়ন মঞ্জুরুল হোসেন মৃদুল। গত ১৯ নভেম্বর বিকেলে নওমহল নিজ বাসভবনে পরিবারের সকলকে নিয়ে হিজরাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন লায়ন মৃদুল। বিতরণী অনুষ্ঠানটি এডভোকেট সুমন ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু একাডেমির সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন,নাসিব এর সভাপতি নুরজাহান মিতু,ট্রান্সজেন্ডার সেতু বন্ধন এর সভাপতি আনিসুর রহমান তনু,সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী,
ময়মনসিংহ যুব মহিলা লীগ নেত্রী মাহমুদা হোসেন মলি সহ প্রমূখ। জানা যায় যে লায়ন মৃদুল গত মাসেও করোনায় ক্ষতিগ্রস্ত সহায় ১০ টি পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন। হাত বাড়িয়ে দাও এর প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ভাদাইল গ্রীন এর ডিরেক্টর লায়ন মঞ্জুর হোসেন মৃদুল বলেন অসহায় মানুষের পাশে থাকতে আমার ভাল লাগে তাই ভাল লাগায় আমি যেন আমার সর্বচ শক্তি দিয়ে আরোও অসহায়দের সেবা করতে পারি। আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এছাড়া সেতু বন্ধন এর অন্যান্য সদস্য,যুব মহিলালীগ ও হাত বাড়িয়ে দাও এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com