রবিবার, ২১ মার্চ ২০২১ | ৫:২০ অপরাহ্ণ
ময়মমসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও নিয়মিত মামলাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করে পুলিশ। ২০ মার্চ রোজ শনিবার তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে মাদকমুক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শনিবার ডিবির এস আই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর চরপাড়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কৃষ্টপুরের মোঃ আমিন, মোঃ সাগর, মামুন ও শাকিল। এছাড়া এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার স্কয়ার মাষ্টারবাড়ী থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, সোহেল, জহিরুল ইসলাম ও হুমায়ুন কবীর।
এছাড়াও কোতোয়ালী থানার মামলা নং-৬০(৩)২০২১ইং ধারা-৩৯৯/৪০২ দঃ বিঃ এর আসামী মোঃ সুমন ও রাহাতকে দিঘারকান্দা থেকে গ্রেফতার করে পুলিশ। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১