ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি’র) পৃথক অভিযানে ১১ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও হেরোইন উদ্ধার করে পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহকে মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শনিবার রাতে ডিবির এস আই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ফুলবাড়ীয়ার জয়পুর থেকে জুয়াখেলারত অবস্থায় ৭ জুয়ারিকে গ্রেফতার করে।
তারা হলো, বেলায়েত হোসেন বিল্লাল, আকরাম হোসেন, সেকান্দার আলী, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি জয়পুর গ্রামে বলে জানা গেছে।
এছাড়া এস আই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়িয়ার জয়পুর থেকে আরোও, ০৪ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো-সোহাগ মিয়া, বিল্লাল হোসেন লিটন, আমির হোসেন ও জামাল উদ্দিন।
এছাড়া আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের জুলহাস মিয়াকে গ্রেফতার করে।
অপর অভিযানে এস আই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চরজেলখানা কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৪/০৩/২০২১ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর আসামী আবু সাঈদ ওরফে হাসুকে গ্রেফতার করে। সে চর জেলখামার নূর মোহাম্মদ ওরফে চাঁন মিয়ার ছেলে।
অপর অভিযানে এস আই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-২১/০৪/২০২১ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী মানিক মিয়া ও শিপন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫
Development by: webnewsdesign.com