পবিত্র মাহে রমজান উপলক্ষে লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ৫ টাকায় ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ এপ্রিল (সোমবার ) ময়মনসিংহ নগরীর রেল স্টেশন এলাকায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এর নির্দেশে অসহায়, দুস্থ, দরিদ্র, পথশিশু এবং স্বল্প আয়ের মানুষের মাঝে ৫ টাকায় ইফতারির বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজান এর যতদিন লকডাউন থাকবে ততদিন পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনার লকডাউনে স্বল্প আয়ের ও দুস্থ মানুষেরা যেন অল্প টাকায় ( মাত্র ৫ টাকায়) যেন ভালো কিছু কিনে ইফতারি করতে পারে সেই উদ্দেশ্যই এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা যায়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি ওসি) শাহ্ কামাল আকন্দ এর সার্বিক ব্যবস্থাপনায় ৫ টাকায় ইফতারের বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী, সদর সার্কেল এএসপি আলাল উদ্দিন সহ ডিবি ও ট্রাফিক পুলিশের সদস্যগণ সহ প্রমুখ।
Development by: webnewsdesign.com